স্বাধীন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী বল্লভভাই পটেলের ১৫০তম জন্মশতবার্ষিকী উপলক্ষে দেশজুড়ে পালিত হল ‘জাতীয় একতা দিবস’। গুজরাতের কেওয়াড়িয়াতে সর্দার বল্লভভাই পটেলের মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এদিন সেই অনুষ্ঠান থেকেই প্রধানমন্ত্রী বলেন, ‘আজ দেশের একতা প্রশ্নের মুখে আছে। অনুপ্রবেশকারীদের নিয়েও সমানে চিন্তায় দেশ। বহু দিন ধরে দেশের নাগরিকদের ডেমোগ্রাফি নষ্ট করেছে। দেশের ঐক্যেও প্রশ্নের মুখে ফেলেছে তারা। তবুও সরকার ভোট ব্যাঙ্কের রাজনীতির জন্য দেশের সুরক্ষাকেও প্রশ্নের মুখে ফেলেছে। প্রথমবার, দেশের এই অনুপ্রবেশকারী ইস্যুতে দৃঢ় পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমরা এটা নিয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছি যখন কেউ কেউ দেশেরও আগে রাখছে নিজেদের স্বার্থকে।
প্রধানমন্ত্রীর কথায়, ‘অনুপ্রবেশকারীদের বাঁচাতে রাজনৈতিক লড়াই লড়ছে কোথাও কোথাও। তাদের মনে হচ্ছে, দেশ যখন একবার ভেঙেছে যখন বারবার ভাঙবে। এদের কিছু যায় আসে না। দেশের সুরক্ষা ও নিরাপত্তা যদি বিঘ্নিত হয় তাহলে প্রত্যেক ব্যক্তির সুরক্ষাও বিঘ্নিত হবে। আবার আমরা আজকে শপথ নেব ভারতে থাকা প্রত্যেক অনুপ্রবেশকারীদের বের করেই ছাড়ব।
