‘124 Not Out’ লেখা টি-শার্ট পরে প্রতিবাদ, সংসদ চত্বরে বিক্ষোভ বিরোধীদের!

ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে একজোট বিরোধীরা। আজও সংসদ চত্বরে বিক্ষোভ দেখাচ্ছে ইন্ডিয়া জোট। SIR-এর প্রতিবাদে স্লোগান, ব্যানার নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। গতকাল বিরোধীদের কমিশন অভিযান ঘিরে তুলকালাম হয়েছিল রাজধানীর বুকে। এরপর এদিন অর্থাৎ বাদল অধিবেশনের সপ্তম দিনেও ভোটার তালিকার বিশেষ সংশোধনের প্রতিবাদে এককাট্টা হয়ে প্রতিবাদ জানান বিরোধীরা। ‘124 Not Out’ লেখা টি-শার্ট পরে প্রতিবাদ জানান একাধিক সাংসদ।

এদিকে SIR ইস্যুতে এদিনও নির্বাচন কমিশনের বিরুদ্ধে আক্রমণ শানালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তিনি বলেন, আমরা সংবিধানকে রক্ষা করছি। এক ব্যক্তি এক ভোট সংবিধানের ভিত্তি। এক ব্যক্তি এক ভোট নিশ্চিত করা নির্বাচন কমিশনের দায়িত্ব, কিন্তু ওরা ওদের কর্তব্য পালন করেনি। আমরা সংবিধানকে রক্ষা করছি এবং আমরা এটা করে যাব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five + three =