সোমবার সকালে ভাঙড়ের হাতিশালা সরোজিনী হাই মাদ্রাসা স্কুলের সামনে বিক্ষোভ দেখায় ছাত্র ছাত্রীরা। পাশাপাশি ভোজেরহাট শ্যামবাজার রোডে প্রতীকী অবরোধ করে ছাত্র-ছাত্রীরা। ভর্তি ফি বৃদ্ধি ,নতুন হেড মাস্টার নিয়োগ সহ প্রধান শিক্ষকের বিরুদ্ধে একাধিক দুর্নীতির বিরুদ্ধে এদিনের এই বিক্ষোভ কর্মসূচি বলে জানাগিয়েছে। টিচার ইনচার্জের অপসারণই এদিনের ছাত্র ছাত্রীদের বিক্ষোভের মূল কারণ বলে এদিন জানা গিয়েছে। ঘটনাস্থলে পোলেরহাট থানার বিশাল পুলিশ বাহিনী। সূত্রের খবর এ বিষয়ে এক ছাত্র বলেন, আমাদের প্রধান শিক্ষক দুর্নীতিগ্রস্ত। স্কুলের জিম ঘর করার জন্য ছয় লক্ষ টাকা বরাদ্দ হয়েছে সেই টাকা আত্মসাৎ করেছে উনি এমন কি স্কুলের রং থেকে শুরু করে মিড ডে মিল সমস্ত টাকায় আত্মসাৎ করেছে উনি। ওনার দ্রুত অপসারণের দাবি জানাচ্ছি আমরা ওনার পরিবর্তন নতুন প্রধান শিক্ষক এই স্কুলের নিয়োগ করা হোক। নবম শ্রেণীর জন্য ৪০ টাকা এবং দশম এবং দ্বাদশ শ্রেণীর ১০০ টাকা ভর্তি ফি। উনি ছশো টাকা করে নিচ্ছে। আমাদের সেই টাকা বুঝিয়ে দিতে হবে। আমাদের দাবি না মানা পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য মোতায়ন করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

11 − six =