হুগলির ত্রিবেণীর কুম্ভমেলায় উপস্থিত সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। মাঘী পূর্ণিমায় ত্রিবেণীতে মাথায় জল ছিটিয়ে তারকা সাংসদ বললেন, দারুণ সাংসদ এ-ও জানালেন, তিনি কালার থেরাপি করেন। গঙ্গা, যমুনা এবং সরস্বতীর সঙ্গমস্থল প্রয়াগরাজ। তেমনই ত্রিবেণীতেও তিন নদীর সঙ্গম। প্রয়াগকে বলা হয়, যুক্তবেণী। ত্রিবেণীকে মুক্তবেণী। হুগলির এই অঞ্চলটিকে দক্ষিণ প্রয়াগও বলেন স্থানীয়েরা। এদিন মাঘী পূর্ণিমায় প্রচুর পুণ্যার্থীর সমাগম হয়েছে ত্রিবেণীতে, চলছে পুণ্যস্নান।
সরস্বতী পুজোর দিন প্রয়াগরাজে পুণ্যস্নানের সময় হুগলির সাংসদের পরনে ছিল গেরুয়া বস্ত্র। ত্রিবেণীতে তিনি উপস্থিত হন সবুজ শাড়িতে। হাসতে হাসতে বললেন, ‘‘আজ বুধবার। তাই সবুজ। আমি কালার থেরাপি করি।