গ্রুপের দুই ম্যাচের দু’টিতেই জিতে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে পৌঁছে গিয়েছে নিউজিল্যান্ড । বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে দলে ফিরে দুরন্ত সেঞ্চুরি করেছেন রাচিন রবীন্দ্র। অথচ একটা সময় টুর্নামেন্টে তাঁর খেলা ঘিরে তৈরি হয়েছিল সংশয়। সেসব আশঙ্কা উড়িয়ে দিয়ে করলেন সেঞ্চুরি, ম্যাচ জেতালেন দলকে। বাংলাদেশের বিরুদ্ধে সেঞ্চুরি করে নতুন রেকর্ড গড়লেন রাচিন। প্রথম ক্রিকেটার হিসেবে ODI বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিষেকেই সেঞ্চুরি করার নজির গড়লেন এই কিউয়ি ক্রিকেটার।

এর আগে ODI বিশ্বকাপে অভিষেক ম্যাচে সেঞ্চুরি করেছেন ১৯ জন ক্রিকেটার। চ্যাম্পিয়ন্স ট্রফির ক্ষেত্রে সেই সংখ্যাটা ১৫। তবে একমাত্র ক্রিকেটার হিসেবে দুই টুর্নামেন্টেই অভিষেক ম্যাচে শতরান করলেন রাচিন। ICC টুর্নামেন্টে রীতিমতো দাপট দেখিয়েছেন তিনি। রাচিনের ODI কেরিয়ারে আছে চারটি সেঞ্চুরি। সবক’টাই এসেছে ICC-র টুর্নামেন্টে। ২০২৩ সালে ODI বিশ্বকাপে তিনটি সেঞ্চুরি করেছেন রাচিন। অভিষেক ম্যাচে ইংল্যান্ডের পর অস্ট্রেলিয়া এবং পাকিস্তানের বিরুদ্ধেও শতরান করেছিলেন। এ বার চ্যাম্পিয়ন্স ট্রফিতে করলেন চার নম্বর সেঞ্চুরি। তিনি যে বড় মঞ্চের প্লেয়ার, সেটা বুঝিয়ে দিয়েছেন পারফর্ম্যান্স দিয়েই।

নিউজিল্যান্ড ক্রিকেটারদেরকেও মাত্র ২৫ বছর বয়সেই ছাড়িয়ে গিয়েছেন রাচিন। কিউয়ি ক্রিকেটারদের মধ্যে এতদিন ICC-র টুর্নামেন্টে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড ছিল কেন উইলিয়ামসন ও নাথান অ্যাশলের দখলে। দু’জনেই করেছেন ৩টি করে শতরান। রাচিন ভাঙলেন সেই রেকর্ড। দ্বিতীয় দ্রুততম ক্রিকেটার হিসেবে ICC টুর্নামেন্টে ৪টি সেঞ্চুরি করলেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × 5 =