দেশজুড়ে ‘সংবিধান বাঁচাও’ পদযাত্রায় বাংলায় আসতে পারেন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। গত বছরের ডিসেম্বরে কর্নাটকের বেলগাভিতে AICC–র অধিবেশনে ২০২৫ এর ২৬ জানুয়ারি থেকে ২০২৬ এর ২৬ জানুয়ারি পর্যন্ত দেশের প্রতিটি রাজ্যে এই পদযাত্রা কর্মসূচি ঘোষিত হয়। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ কংগ্রেসের শীর্ষ নেতারা দেশের বিভিন্ন প্রান্তে এই পদযাত্রায় অংশ নেবেন। পশ্চিমবঙ্গে এই পদযাত্রার দিন ঠিক করতে কংগ্রেস হাইকম্যান্ড বিধান ভবনকে নির্দেশ দিয়েছে। সূচি ঠিক হলে রাহুল গান্ধী, নাকি প্রিয়াঙ্কা গান্ধী, নাকি দু’জনেই বাংলায় আসবেন, তা জানাবে কংগ্রেস হাইকম্যান্ড।