লক্ষ্মীপূজোর আগে ফের বৃষ্টি, চিন্তায় প্রতিমা বিক্রেতারা!

লক্ষ্মীপূজোর আগে বৃষ্টিতে চিন্তায় প্রতিমা বিক্রেতারা। আগামী সোমবার লক্ষ্মীপূজো। হাতে আর মাত্র একটি দিন বাকি। কিন্তু ঠিক তার আগেই মালদায় টানা দুই দিন ধরে মুষলধারে বৃষ্টি হওয়ায় চিন্তার ভাঁজ পড়েছে প্রতিমা বিক্রেতাদের কপালে। শহরের বিভিন্ন বাজারে লক্ষ্মী প্রতিমা বিক্রির জন্য বিক্রেতারা কেউ এনেছেন প্রায় এক হাজার পিস, কেউ আবার পাঁচশোর মতো প্রতিমা, কিন্তু বৃষ্টির কারণে চিন্তায় মাথায় হাত বিক্রেতাদের।

গতকালের বৃষ্টির পর আজও শুরু হয়েছে বৃষ্টি। ফলে ক্রেতাশূন্য বাজারে বেচাকেনা কার্যত থমকে গেছে। বৃষ্টিতে অনেক প্রতিমা ভিজে নষ্ট হওয়ার আশঙ্কাও করছেন বিক্রেতারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eighteen + 6 =