পুজোর পরই প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করতে চলেছে রাজ্য সরকার। শুক্রবার এই সুখবর জানিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, রাজ্যের যুবক-যুবতীদের কাছে পুজোর আগে মুখ্যমন্ত্রীর উপহার ১৩,৪২১ চাকরি। দ্রুত নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করা হবে।
বিদ্যাসাগর আকাদেমিতে সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, এটা নিয়ে আমরা ভাবনাচিন্তা করছি। আমাদের সংগঠনগতভাবে কী করা যায় দেখছি। তার আগে নিয়ম-কানুন ও বিধি খতিয়ে দেখতে হবে।