পরিযায়ী শ্রমিকদের জন্য নাম নথিভুক্তি শুরু ‘’শ্রমশ্রী’’ প্রকল্পে।

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও মিলবে নাম নথিভুক্তির সুযোগ। শ্রম দফতরের পোর্টালের পাশাপাশি এ ব্যবস্থার নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব মনোজ পন্থ। শনিবারই জেলা প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশ পাঠানো হয়েছে।

মুখ্যমন্ত্রী ঘোষিত শ্রমশ্রী প্রকল্পের অধীনে ভিনরাজ্য থেকে ফেরা পরিযায়ী শ্রমিকরা এককালীন ৫ হাজার টাকা বাড়ি ফেরার খরচ বাবদ পাবেন। বিকল্প কাজ না পাওয়া পর্যন্ত মাসিক ৫ হাজার টাকা ভাতা দেওয়া হবে। এর জন্য আলাদা একটি পোর্টাল চালু করা হয়েছে, যেখানে এদিন থেকেই অনলাইনে নাম নথিভুক্তির কাজ শুরু হয়েছে। সেই সঙ্গে মুখ্যসচিব জানিয়েছেন, শুধু ভাতা নয়, শ্রমিকদের ক্ষমতা অনুযায়ী বিকল্প কাজের সুযোগ খুঁজে বের করাও জেলা প্রশাসনের দায়িত্ব। কে কোন কাজে পারদর্শী, তা চিহ্নিত করে দ্রুত পুনর্বাসনের পদক্ষেপ নিতে হবে।

নবান্ন সূত্রে খবর, চলতি মাসের মধ্যেই শ্রম দপ্তরকে একটি বিস্তারিত প্রকল্প রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কতজন শ্রমিক এখনও পর্যন্ত রাজ্যে ফিরে এসেছেন, কতজন বিকল্প কাজে যুক্ত হয়েছেন, কতজনকে প্রশিক্ষণ দেওয়া সম্ভব- সব তথ্যই ওই রিপোর্টে স্পষ্ট করতে হবে। রাজ্যের অসংগঠিত ক্ষেত্রে পরিযায়ী শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করাই এখন মুখ্য লক্ষ্য বলে দফতর সূত্রে জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twelve − 5 =