RG করে চিকিৎসক ছাত্রী খুনের ঘটনায় ইতিমধ্যে আরজি কর হাসপাতাল কর্তৃপক্ষ এবং পুলিশের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। এবার ঘটনার দিন সিজারলিস্ট তৈরি নিয়েও চাঞ্চল্যকর তথ্য সামনে আনলেন নির্যাতিতা চিকিৎসক ছাত্রীর মা।

সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নির্যাতিতার মা বলেন, ওই লাল টি-শার্ট পরা সন্দেহজনক ছেলেটি কে? সেদিন যখন সিজার লিস্ট তৈরি হচ্ছিল, তখন লাল টি-শার্ট পরা একটি ছেলেকে আমি বারে বারে উঁকিঝুঁকি মারতে দেখেছি। ও কিছু একটা খুঁজছিল। সন্দেহজনক অবস্থায় দেখেছিলাম। পরে জানতে পারি, ওই ছেলেটি নাকি হাসপাতালের গ্রুপ ডির স্টাফ।

নির্যাতিতার মায়ের কথায়, হাসপাতালের মধ্য অন ডিউটিতে থাকা একজন চিকিৎসককে খুন করা হল। অথচ সেখানে প্রমাণ রক্ষার বদলে তা লোপাটের নানা অভিযোগ সামনে আসছে। সুপ্রিম কোর্টও তো ক্রাইম সিন সুরক্ষিত না রাখা নিয়ে প্রশ্ন তুলেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 − 4 =