আরজিকর কাণ্ডে বেথুয়াডহরির টাউন ক্লাবের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর ঘোষণা করা ক্লাব গুলো পুজোর ৮৫ হাজার টাকা অনুদান নেবে না বলে জানিয়ে দিল। গতকাল সন্ধ্যায় কলকাতা আর জি কর হাসপাতালের চিকিৎসক খুন ও ধর্ষণের প্রতিবাদে নদীয়ার বেথুয়া ডহরি টাউন ক্লাবের পক্ষ্যে থেকে এক প্রতিবাদ পদযাত্রা বের করা হয়। বেথুয়াডহরী টাউন ক্লাবের পক্ষ্যে থেকে ঘোষণা করা হয় যে,”এইবছর দুর্গাপুজোর ৮৫ হাজার টাকা সরকারি অনুদান তারা নিচ্ছেন না”।তারা সেই টাকা প্রত্যাখ্যান করেছেন। যেখানে দাড়িয়ে কিছুদিন আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষনা করেছিলেন এইবছরে দূর্গাপূজা উপলক্ষ্যে প্রতিটা ক্লাব ও বারোয়ারী পুজো তে কতৃপক্ষ্যের হাতে তুলে দেওয়া হবে ৮৫ হাজার টাকা করে। এইবছরে কলকাতা আর জি কর কান্ডের প্রতিবাদ জানিয়ে ৮৫হাজার টাকা যে অনুদান ঘোষনা করেছিলেন সেই টাকা নিতে অস্বীকার করলেন বেথুয়াডহরির টাউন ক্লাব।