বীজপুর অঞ্চল জুড়ে ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচি পালন।
কাঁপা ট্রাফিক গার্ড এবং বীজপুর থানা ও হালিশহর থানার উদ্যোগে বীজপুর অঞ্চল জুড়ে পালিত হলো ‘সেফ ড্রাইভ সেভ লাইফ ‘ কর্মসূচি। এদিন বাইক নিয়ে এবং স্কুটি নিয়ে পুলিশ কর্মী ,সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে মহিলা পুলিশ বাহিনীও এই কর্মসূচিতে সামিল হয়। কর্মসূচিতে ছিল ট্যাবলোও। মানুষকে সচেতনতার বার্তা দিতে ট্যাবলোতে ছিল দুর্ঘটনাগ্রস্ত গাড়িও। মাইকিংয়ের মাধ্যমে মানুষকে সচেতনতার বার্তাও দেওয়া হয়। বীজপুর থানার আইসি সহ অন্যান্য পুলিশকর্তারা এমনকি বিভিন্ন কাউন্সিলররাও উপস্থিত ছিলেন এই কর্মসূচিতে।