পরাজিত হল রাজ্যের শাসকদল। রবিবার পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরে বেঁউদিয়ার খাজুরআড়ি সমবায় সমিতি নির্বাচন হয়। সকাল থেকে কড়া পুলিশ নজরদারি মধ্য দিয়ে শুরু হয় ভোট গ্রহণ প্রক্রিয়া, রাজ্যের শাসক দল তৃণমূল এবং বিজেপি ১২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে। ১২আসনে জয়লাভ করে বিজেপি। পরাজিত হল তৃনমূল। তৃণমূলের নেতা যেভাবে দুর্নীতি করছে, অঞ্চলে দুর্নীতি, বুথে দুর্নীতি করছে, সামাজিক ভাবে সাধারণ মানুষদের সমর্থন নেই।খাজুরআড়ি বুথে মানুষ বিজেপির পক্ষে ভোট দিয়েছে। যত অপপ্রচার করুন না কেন সারা পশ্চিমবঙ্গের মানুষ দেখছে যেভাবে দুর্নীতি করছে, যে ভাবে নারী নির্যাতন চলছে, তার প্রতিবাদে খাজুরআড়ি তার অনুকরণ দেখিয়ে দিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

13 − nine =