ভারতের বন্ধুদেশের সঙ্গে এবার সামরিক চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান। সৌদি আরবের সঙ্গে ‘‘Strategic Mutual Defense Agreement’’ স্বাক্ষরিত হয়েছ তাদের। বলা হয়েছে, বহির্শত্রুর আগ্রাসন সামাল দিতে এবং দুই ইসলামি দেশের মধ্যে নিরাপত্তাক্ষেত্রে সহযোগিতামূলক সম্পর্ক মজবুত করতেই এই চুক্তি।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ রিয়াধ সফরে গিয়েছেন। সেখানে সৌদির যুবরাজ মহম্মদ বিন সলমনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও হয় তাঁর। আর তার পরই সামরিক চুক্তি স্বাক্ষরের ঘোষণা হয়। দুই দেশের তরফে যৌথ বিবৃতি জারি করেবলা হয়, ‘উপমহাদেশের শান্তি ও নিরাপত্তা রক্ষার্থে প্রতিশ্রুতিবদ্ধ দুই দেশ। পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতেই এই চুক্তি, যাতে একসঙ্গে আগ্রাসনের মোকাবিলা করা যায়’।
ওই চুক্তিতে বলা রয়েছে, সৌদি আরব বা পাকিস্তান, যে দেশেরই উপরই আক্রমণ নেমে আসুক না কেন, তা অন্য দেশটির উপরও হামলা হিসেবে গণ্য হবে। এই চুক্তির মাধ্যমে সৌদি আরব ও পাকিস্তান এতদিন যে মৌখিক সম্পর্ক ছিল, তা আরও দৃঢ় হল বলে মনে করা হচ্ছে। সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে সৌদির এক আধিকারিক বলেন, “এটি একটি সার্বিক সামরিক চুক্তি।” তবে পাকিস্তানের পরমাণু শক্তি এই চুক্তির অন্তর্ভুক্ত কি না, তা খোলসা করেননি তিনি।
