রোহিত শর্মাকে নিয়ে সৌগত রায়ের উক্তি প্রসঙ্গে বিধানসভায় বিক্ষোভ বিজেপির বিধায়কদের। বি আর অম্মেদকরের মূর্তির পাদদেশে হাতে প্ল্যাকার্ড নিয়ে স্লোগান তুলে এদিন তুমুল বিক্ষোভ দেখাতে থাকে বিজেপির বিধায়কেরা। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের আগে ভারতীয় ক্রিকেট দল নিয়ে নিজের মতামত ব্যক্ত করে বিতর্কে জড়িয়েছিলেন দমদমের তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়। বর্ষীয়ান সাংসদ সেই সময় বলেছিলেন, রোহিত শর্মার দলেই থাকা উচিত না। তবে যে রোহিত শর্মার সমালোচনা করা হয়েছিল, চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে সেই রোহিতই ম্যান অফ দ্য ম্যাচ। চ্যাম্পিয়ন ট্রফিতে জয়লাভ করে ভারত। তবে এবার এবার রোহিত শর্মার প্রশংসা করে তাঁর অবসরের দাবি জানালেন সৌগত রায়। এরপর আজ রোহিত শর্মাকে নিয়ে সৌগত রায়ের উক্তি প্রসঙ্গে স্লোগান তুলে বিধানসভায় বিক্ষোভ বিজেপির বিধায়কদের।