কথায় আছে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার। সেই গঙ্গাসাগরে তীর্থ করতে যাওয়া, পুণ্যার্থীদের বাস এদিন সাত সকালে পড়ল দুর্ঘটনার কবলে। পুণ্যার্থী বোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেল খালে। এই দুর্ঘটনার জেরে আহত হয়েছে বেশ কয়েকজন পূণ্যার্থী। স্থানীয় সূত্রে জানা যায় আজ সকালে কচুবেড়িয়া বাস স্ট্যান্ড থেকে প্রায় ৩৬ জন পুণ্যার্থীদের নিয়ে একটি বাস গঙ্গাসাগরের কপিলমুনি মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছিল সেই সময় হঠাৎ করে চৌরঙ্গী এলাকার কাছে পুণ্যার্থী বোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি খালে উল্টে যায়। এই ঘটনা দেখতে পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে এলাকার মানুষজনেরা। এরপর বাস থেকে তড়িঘড়ি আহত পুন্যার্থীদের উদ্ধার করে স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সাগর থানার পুলিশ এবং সিভিল ডিফেন্সের কর্মীরা। আহত পুণ্যার্থীদের উদ্ধার করে চিকিৎসা করানোর জন্য সাগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সুন্দরবন উন্নয়ন মন্ত্রী এছাড়াও ঘটনাস্থলে পৌঁছায় সাগরের BDO। আহত পুণ্যার্থীদের মধ্যে ৮ থেকে ১০ জন ভিন রাজ্যের বাসিন্দা বলে জানা গিয়েছে। আহত সকল পুণ্যার্থীদের চিকিৎসা চলছে সাগর গ্রামীণ হাসপাতালে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

14 + 12 =