SFI-এর মিছিল থেকে তৃণমূল নেত্রীর ফ্ল্যাগে ছুড়লো ইট,জুতো।

SFI-এর মিছিল থেকে তৃণমূল নেত্রীর ফ্ল্যাগে ছুড়লো ইট,জুতো।

তৃণমূল ছাত্র পরিষদ প্রতিবাদ করলেই ব্যাপক ধস্তাধস্তি দুই পক্ষের। SFI-এর মিছিল ঘিরে উত্তেজনা।SFI -এর মিছিলের দাবি অবিলম্বে কলেজে নির্বাচন করতে হবে। মিছিল কলেজের গেটে পৌঁছতেই হামলা পাল্টা হামলা শুরু হয়।উত্তরপাড়ায় তৃণমূল ছাত্র পরিষদ ও SFI ব্যাপক মারামারি। যদিও তৃণমূল ছাত্র পরিষদের দাবি মিছিল থেকে আমাদের নেত্রীর ছবি লক্ষ করে ইট জুতো ছোড়ে আমরা প্রতিবাদ করতেই আমাদের উপর হামলা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × 2 =