২৬ এর আগে তসলিমা প্রীতি বিজেপির! দেশের সংস্কৃতি চর্চার কেন্দ্র কলকাতা থেকে একদা বিতাড়িত সাহিত্যিক তসলিমা নাসরিনকে এ শহরে ফেরাতে চায় বিজেপি। আর তার জন্য রাজ্যসভায় তসলিমার হয়ে সুর চড়ালেন বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য। সোমবার এই সংক্রান্ত বক্তব্যে বাংলা ভাষায় তসলিমার অবদানের কথা মনে করিয়ে শমীকের দাবি,”তসলিমা নাসরিনের কাছে কলকাতা প্রাণের শহর। তিনি কলকাতায় ফিরে আসতে চান, বাংলায় কথা বলতে চান, বাংলায় সাহিত্য সৃষ্টি করতে চান। পশ্চিমবঙ্গ মানে কাজী নজরুলের শ্যামা-মায়ের বর্ণনা, নারী আন্দোলনের পটভূমি। আমি বলতে চাই, ছদ্ম প্রগতিশীলতার আড়ালে মুসলিম মৌলবাদের কাছে চূড়ান্ত আত্মসমর্পণের দিন শেষ হোক। তসলিমার প্রত্যাবর্তন হোক। বাংলার নারী আন্দোলনের নতুন সূর্যোদয় হোক, রাজ্যসভায় সরব শমীক ভট্টাচার্য্য।