ধ্বংস অর্থনীতি! ফের ইউনুসকে বিঁধলেন শেখ হাসিনা !

বাংলাদেশে এখন গণতন্ত্রের নামে জঙ্গিশাসন চলছে। দেশকে অস্থিতিশীল করে জঙ্গিসন্ত্রাসের মাধ্যমে ক্ষমতাদখল করেছেন জঙ্গিনেতা ইউনুস। শুক্রবার ফের ভার্চুয়াল মাধ্যমে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে এই অভিযোগ করেছেন আওয়ামি লিগ নেত্রী তথা দেশত্যাগে বাধ্য হওয়া প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইউনুস এবং তাঁর জঙ্গি উপদেষ্টাবাহিনীর হাত থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসকে তীব্র আক্রমণ করে শেখ হাসিনা প্রশ্ন তোলেন, শেয়ারবাজার থেকে ৯০,০০০ কোটি টাকা উধাও হয়ে গেল কোথায়? এর দায় তো ইউনুসের! ৯০,০০০ কোটি টাকা উবে গেল, সেই টাকা কে নিল? হাসিনার মন্তব্য, এভাবেই ধ্বংস হচ্ছে বাংলাদেশের অর্থনীতি। বাজেটের টাকা নেই। অবাধে লুঠপাট চালাচ্ছে জঙ্গি-সন্ত্রাসের গ্রুপ। লুঠতরাজ করছে বিএনপি। আইন নেই, আদালত নেই, বিচার নেই, জীবনের নিশ্চয়তা নেই, সর্বত্র একটা দমবন্ধ করা পরিস্থিতি। ধ্বংসের শেষ সীমায় এসে পৌঁছেছে দেশ। হাসিনার কথায়, আমার সময় তো মেয়েরাও আন্দোলন করেছিলেন। আজ তাঁদের কী অবস্থা? নিরাপত্তা আছে তো? বাইরে তো বের হতেই পারছেন না তাঁরা! দেশ এমনই স্বাধীন হয়েছে যে সব ঘরে-ঘরে লুঠপাট চলছে। আন্দোলনের সময় নিহত পুলিশ-আনসারদের লাশ কোথায় গেল? হত্যা তো করেছে আন্দোলনকারীরাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eighteen − 4 =