বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছ’মাসের কারাদণ্ড দিল ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল। আওয়ামী লিগ বিরোধী এবং পুলিশ প্রশাসন ও তদন্তকারীদের হুমকি দেওয়ার অভিযোগ করে মামলা হয়েছিল। আওয়ামী লিগের এক নেতার সঙ্গে শেখ হাসিনার এই সংক্রান্ত ফোন আলাপ ফাঁস হওয়ার পর মামলা হয়। বুধবার ট্রাইব্যুনাল চূড়ান্ত শুনানি শেষে শেখ হাসিনাকে ছয় মাস এবং অপর আসামিকে দু’মাস বিনাশ্রম কারাদশের সাজা দিয়েছে। হাসিনা গদিচ্যুত হওয়ার পর এই প্রথম কোনও মামলায় তাঁর বিরুদ্ধে সাজা ঘোষণা করল আদালত।
হাসিনার বিরুদ্ধে যে ফোনালাপের ভিত্তিতে মামলা হয়েছিল তাতে এক নারীকণ্ঠকে বলতে শোনা যায়, আমার নামে আড়াইশো খুনের মামলা হয়েছে। অর্থাৎ আমি আড়াইশো খুন করার পারমিশন পেয়ে গিয়েছি। এদিন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের বেঞ্চের রায় ব্যাখ্যা করে চিফ প্রস্টিটিউটর তাজুল ইসলাম জানান, ওই কন্ঠস্বর শেখ হাসিনার। পরীক্ষায় জানা গিয়েছে সাবেক প্রধানমন্ত্রী এই হুমকি দিয়েছেন। ওই ফাইলটি এআই-এর মাধ্যমে তৈরি নয়।