২৮ দিন পর বাড়ি ফিরলেন বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত ভারতীয় কৃষক। খুশির হাওয়া পরিবারে। অবশেষে বাড়ি ফিরলেন শীতলকুচির কৃষক উকিল বর্মন। ভারতে ফিরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে উকিল বর্মন জানান, খুব ভাল আছি। যখন বাংলাদেশের জেলে ছিলাম তখন খুব দুশ্চিন্তায় ছিলাম। সেখানে বসে পরিবারকে নিয়ে চিন্তা করতাম। পরিবারের লোকজন যদি জমিতে যায় তাদের প্রতি যদি অন্যায় হয়। তবে বিএসএফ ও পুলিশ প্রশাসন যেভাবে তৎপরতার সঙ্গে আমাকে ছাড়িয়ে নিয়ে এলেন। তার জন্য ধন্যবাদ জানালেন তিনি।
প্রসঙ্গত গত ১৬ এপ্রিল কাঁটাতারের ওপারে নিজের জমিতে চাষ করার সময় কৃষককে তুলে নিয়ে যায় বাংলাদেশিরা। তারপর দুষ্কৃতীদের হাত থেকে বিজিবি উকিল বর্মনকে উদ্ধার করে বাংলাদেশ পুলিশের হেফাজতে রাখে। দফায় দফায় বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি–র সঙ্গে বৈঠক করে বিএসএফ। তারপর দীর্ঘ ২৮ দিনের মাথায় এদিন গভীর রাতে উকিল বর্মনকে বিএসএফের হাতে তুলে দেয় বিজিবি। এরপরেই স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে তাঁকে শারীরিক পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় বলে জানা যাচ্ছে।