দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল জয়ের পর ট্রফি বিতরণী অনুষ্ঠানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কোনো প্রতিনিধি না দেখে বিস্ময় প্রকাশ করেছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতার। আইসিসি চেয়ারম্যান জয় শাহ, বিসিসিআই সভাপতি রজার বিনি ছাড়াও ভারতীয় বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া পদক বিতরণ মঞ্চে উপস্থিত ছিলেন ফাইনালের পর। অথচ চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ হওয়া সত্ত্বেও সেই পোডিয়ামে পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে কোনো প্রতিনিধি ছিল না, যা দেখে অবাক শোয়েব আখতার।
সমাজ মাধ্যমে শোয়েব আখতার বলছেন, ভারত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কেউ ছিল না আজকে। চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান হলেও মঞ্চে ছিলেন না পাকিস্তানের কোনো প্রতিনিধি। ট্রফি বিতরণ করতে কি কেউ ছিল না? এটা আমার বোধগম্য হচ্ছে না। চিন্তা করো একবার।। এটা ছিল বিশ্বমঞ্চ, আপনাদের সেখানে থাকা উচিত ছিল, কিন্তু দুঃখের বিষয় আমি সেখানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কোনো সদস্যকে দেখতে পাইনি। আমরা টুর্নামেন্ট আয়োজন করলেও এত বড় অনুষ্ঠানে কেউ ছিল না। এটা দেখে খুব খারাপ লাগছে, সমাজ মাধ্যমে পোস্ট শোয়েব আখতারের।