ফের মালদায় চলল গুলি। এবার রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক সাবিত্রী মিত্রের বাড়ির অদূরেই পরপর চলল দুই রাউন্ড গুলি। বিপ্লব ঘোষ নামে এক ব্যক্তির গুলিও লেগেছে বলে জানা যাচ্ছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে মালদার ইংরেজবাজার পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের সদরঘাট পুড়াটুলির মালোপাড়া এলাকায়।

ঘটনায় ইতিমধ্যেই পুলিশ চারজনকে আটক করেছে বলে জানা যাচ্ছে, চলছে জিজ্ঞাসাবাদ। মূল অভিযুক্ত হিসাবে উঠে এসেছে উত্তম মণ্ডলের নাম। কিন্তু, ঘটনার পর থেকেই তাঁর আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। তল্লাশি শুরু করেছে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, হোলির দিন বাড়ি থেকে বাজার করতে বেরিয়েছিলেন বিপ্লব। রাস্তাতেই দেখেন কিছু যুবক ঝামেলা করছে। কী হয়েছে জানতে গিয়েই পড়েন বিপদে।

অভিযোগ, তিনি কথা বলতে যেতেই তাঁকে দেখে পকেট থেকে পিস্তল বের করে ফেলে উত্তম মণ্ডল। পরপর দুই রাউন্ড গুলিও চালানো হয় বলে জানা যাচ্ছে। বাম হাতে গুলি লাগে বিপ্লবের। ঘটনায় ব্যাপাক উত্তেজনা ছাড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ঘটনার পর থেকেই এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × two =