৪ দিন বন্ধ থাকবে শিলিগুড়ি-গ্যাংটক জাতীয় সড়ক ?

ফের ১০ নম্বর জাতীয় সড়কে সমস্ত ধরনের যান চলাচল বন্ধ করে দিল জাতীয় সড়ক পরিকাঠামো উন্নয়ন নিগম। ১৩ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত টানা চারদিন জাতীয় সড়ক বন্ধ থাকবে। জাতীয় সড়কের তলা থেকে মাটি সরে গিয়ে তিস্তায় নেমে যায়। ব্যহত হয় যান চলাচল। সূত্রের খবর ওই চার দিনে ১০ নম্বর জাতীয় সড়কের ধসপ্রবণ এলাকাগুলিকে মেরামত করতে চায় নিগম। নিগমের ডেপুটি জেনারেল ম্যানেজার শিবম সিং বলেন, ‘সাধারণের নিরাপত্তার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জাতীয় সড়ক বন্ধ থাকায় এখন সিকিম ও কালিম্পংয়ের বাসিন্দাদের শিলিগুড়ির সঙ্গে যোগাযোগের জন্য বিকল্প থাকল বাগরাকোট-লাভা-আলগাড়া এবং গরুবাথান-লাভা-আলগাড়ার দীর্ঘ ঘুরপথ। এর বাইরে অবশ্য দার্জিলিংয়ের জোড়বাংলো থেকে পেশক রোড হয়ে তিস্তা বাজার কিংবা কালীঝোরা থেকে পউনবু হয়ে কালিম্পংয়ে যাওয়ার মতো বিকল্প রাস্তাও রয়েছে। তবে সেগুলি এতটাই খাড়া যে ভারী যানবাহন চলাচল কষ্টকর। ১০ নম্বর জাতীয় সড়ক দিয়ে শিলিগুড়ি থেকে মাত্র সাড়ে চার ঘন্টায় গ্যাংটকে পৌঁছে যাওয়া যায়। ঘুরপথে সময় লাগবে প্রায় সাড়ে ছয় ঘণ্টা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × two =