জ্বলছে পাকিস্তানের অন্দরমহল। বিতর্কিত ছয়টি ক্যানেল ও কর্পোরেট কৃষি প্রকল্পের বিরুদ্ধে বিক্ষোভে নেমেছে সিন্ধ প্রদেশের মানুষ। জল না পেয়ে, সিন্ধের স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউল হাসান লাঞ্জারের বাড়িতে আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধ শ্রমিকরা। নৌশেরো ফিরোজ জেলার মোরোতে বিক্ষোভ চলাকালীন রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে দুই বিক্ষোভকারী নিহত হয়েছে এবং বহু লোক আহত হয়েছে।বিক্ষোভকারীরা স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউল হাসান লঞ্জারের বাড়িতে ভাঙচুর করে, ঘর ও আসবাবপত্র পুড়িয়ে দেয়। গৃহমন্ত্রীর ব্যক্তিগত রক্ষীরা পৌঁছালে বিক্ষোভকারীরা তাদেরও লক্ষ্য করে আক্রমণ করে। পরিস্থিতি সামলাতে মন্ত্রীর রক্ষীরা শূন্যে গুলি ছোড়ে। অভিযোগ, বিক্ষোভকারীরা লুটপাটও শুরু করে। একই সঙ্গে হাইওয়েতে থাকা ট্রাকগুলিতেও আগুন ধরিয়ে দেয়। এই পুরো ঘটনার জন্য এলাকায় আতঙ্কের পরিবেশ বিরাজ করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

10 + fourteen =