অপারেশন সিঁদুর চলাকালীন পাকিস্তানের সেনাবাহিনীর ছোড়া গুলিতে বুধবার পুঞ্চ সেক্টরে শহীদ হলেন ভারতের সেনা জওয়ান ল্যান্সনায়েক দীনেশ কুমার। বছর বত্রিশের ওই জওয়ান পুঞ্চ জেলার কৃষ্ণা ঘাঁটিতে টহল দিচ্ছিলেন। নিয়ন্ত্রণরেখার ওপার থেকে ছুটে আসে গোলা। সেই গোলার আঘাতে গুরুতর জখম হন তিনি। পরে মৃত্যু হয় তাঁর।পহেলগাঁওয়ের জঙ্গি হামলার ১৫ দিনের মাথায় মঙ্গলবার প্রত্যাঘাত করেছে ভারত।নিহত সেনা জওয়ান দীনেশের বাড়ি হরিয়ানার পলওয়াল জেলায়। ২০১৪ সালে সেনাবাহিনীতে যোগ দেন তিনি। তাঁর আরও দুই ভাইও সেনায় কর্মরত। ছেলের মৃত্যুসংবাদ শুনে দীনেশের পিতা বলেন, “ও এক জন সাহসী জওয়ান ছিল। গোটা দেশ ওর জন্য গর্বিত। ওর আত্মত্যাগ সকলের মনে থাকবে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 + 7 =