লাদাখনিবাসী সোনম ওয়াংচুক প্রশংসা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘জল ধরো জল ভরো’ প্রকল্পের। সম্প্রতি গুরগাঁওতে স্বাস্থ্য সংক্রান্ত এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আবিষ্কারক পরিবেশ কর্মী সোনম ওয়াংচুক। সেখানেই তিনি জানিয়েছেন, দূষণ নিয়ন্ত্রণে ভালো কাজ করছে পশ্চিমবঙ্গ। তাঁর কথায়, ‘‘জল সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। পশ্চিমবঙ্গ সরকার যেভাবে জল সংরক্ষণের কাজ শুরু করেছে তাদের অভিনন্দন। উল্লেখ্য, রাজ্যে সরকার পরিবর্তনের পর ‘জল ধরো জল ভরো’ প্রকল্পের সূচনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সারা দেশের সঙ্গে বাংলাতেও বাড়ছিল তীব্র জলসংকট। গ্রীষ্মে অসুবিধায় পড়েন রুক্ষ শুষ্ক অঞ্চলের মানুষ।