রামনবমীর দিন ইডেনে কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচ নিয়ে চলছে জল্পনা। কলকাতা পুলিশের তরফে সিএবিকে প্রথমে একটি চিঠি দেওয়া হয়, যেখানে বলা হয়, ৬ এপ্রিল রামনবমীর দিন পর্যাপ্ত পুলিশ দেওয়া সম্ভব নয়। এর পর সিএবির পক্ষ থেকে পাল্টা কলকাতা পুলিশকে বিষয়টি বিবেচনার জন্য চিঠি লেখা হয়। যদিও কলকাতা পুলিশের পক্ষ থেকে একটি পোস্টে পরে জানানো হয়েছিল, তাঁরা পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা দিতে তৈরি। তবে বিসিসিআইয়ের তরফ থেকে এখনও কিছু জানানো হয়নি। এর মাঝেই মুখ খুললেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। এক সাক্ষাৎকারে জানালেন, ধৈর্য ধরতে এবং শেষ পর্যন্ত কী হয় তা দেখার জন্য। মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, ‘অপেক্ষা করুন, দেখুন না কী হয়! কলকাতা পুলিশের পক্ষ থেকে করা পোস্টটা দেখেছেন? আমার মনে হয় না, কলকাতা থেকে ম্যাচটা সরে যাবে।
Home কলকাতা