SSC দুর্নীতি মামলায় জামিনের আর্জি খারিজ সুবীরেশ ভট্টাচার্যের।এদিন সিবিআইয়ের আইনজীবীর তরফে সওয়াল করা হয়,সুবীরেশ ভট্টাচার্যের নির্দেশেই চাকরিপ্রার্থীদের মার্কশিটে নম্বর বদল হয়েছে।গোটা বিষয়টি সম্পর্কে জানতেন এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যান,আরও দাবি সিবিআইয়ের আইনজীবীর।তাঁর দাবি,পুরো দুর্নীতিতে তাঁর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।সঙ্গে বলা হয় এ সময়ে সুবীরেশ জামিন পেলে তদন্ত প্রভাবিত হবে,তথ্য প্রমাণ লোপাট হতে পারে।অন্য দিকে,অভিযুক্তের আইনজীবী শারীরিক অসুস্থতার কারণে মক্কেলের জন্য জামিনের আবেদন করেন।দুপক্ষের সওয়াল জবাবের পর আর্জি খারিজ করে তাঁকে জেল হেফাজতে পাঠানোর সিদ্ধান্ত নেন আলিপুর আদালতের বিচারক।