আজ ১৪ সেপ্টেম্বরও রয়েছে SSC পরীক্ষা। একাদশ-দ্বাদশ শ্রেণিতে শিক্ষক নিয়োগের জন্য দ্বিতীয় দফায় হতে চলেছে SSC পরীক্ষা। আজও ধরা পড়ল একই ছবি। উত্তরপ্রদেশ এবং বিহার থেকে এসেছেন অনেক পরীক্ষার্থী। তাঁদের অনেকেরই পরীক্ষাকেন্দ্র শ্যামবাজারের কাছে মণীন্দ্র চন্দ্র কলেজ। কেউ কাল গভীর রাতে কলকাতায় এসেছেন। কেউ বা পৌঁছেছেন আজ ভোরে।
উত্তরপ্রদেশের সুলতানপুর থেকে এসেছেন এক পরীক্ষার্থী। তাঁর নাম অঙ্কিত পাণ্ডে, বয়স ২৫ বছর, তাঁর বিষয় রসায়ন। আরেক যুবক এসেছেন উত্তরপ্রদেশের আজমগঢ় থেকে, তাঁর বিষয় গণিত। তিনিও জানিয়েছেন ৭ তারিখের পরীক্ষা দিয়েছেন। এবার দেবেন আজকের পরীক্ষা। স্নাতকোত্তর উত্তীর্ণ মহম্মদ আসাদ গতকাল এসেছেন কলকাতায়।
উত্তরপ্রদেশের গোন্ডা জেলা থেকে এসেছেন দুর্গা প্রসাদ যাদব। তাঁরও বিষয় রসায়ন অর্থাৎ কেমিস্ট্রি। আজকের পরীক্ষা দিতে উত্তরপ্রদেশ থেকে এসেছে রমেশ কুমার যাদব। তিনিও এমএসসি করেছেন কেমিস্ট্রিতে। করেছেন বিএড- ও। তাঁর নিজের রাজ্যে শিক্ষকদের জন্য চাকরির তেমন সুযোগ হচ্ছে না বলে দাবি করেছেন রমেশ।
বিহারের বেগুসরাইয়ের বাসিন্দা রজনী কুমারীও এসেছেন পরীক্ষা দিতে। পাটনা থেকে এসেছেন তিনি। জয়পুরিয়া কলেজের সামনেও রয়েছেন ভিন রাজ্যের অনেক পরীক্ষার্থী। উত্তরপ্রদেশের হাথরস থেকে এসেছেন ভানু প্রতাপ। উত্তরপ্রদেশের জৌনপুর থেকে এসেছেন সুনীল কুমার যাদব। তিনি বলছেন, উত্তরপ্রদেশে শিক্ষকদের জন্য সেভাবে চাকরির সুযোগ হচ্ছে না। অনেক বছর ধরেই এই সমস্যা চলছে। এর আগে বিহার, রাজস্থানে পরীক্ষা দিয়েছেন তিনি। এবার এসেছেন বাংলায়।