বাংলাদেশের জেলে বন্দী থাকাকালীন মৃত্যু হল কাকদ্বীপের এক মৎস্যজীবীর।সূত্রের খবর মৃতের নাম বাবুল দাস। হারুট পয়েন্ট কোস্টাল থানার শ্রী শ্রী রামকৃষ্ণ গ্রাম পঞ্চায়েতের পশ্চিম গঙ্গাধরপুর এলাকার বাসিন্দা ২৭ বছরের বাবুল দাস। সূত্রের খবর বেশ কয়েক মাস আগে মা মঙ্গলচন্ডী নামক ট্রলারে করে মাছ ধরতে গিয়ে ভারতের জল সীমানা অতিক্রম করে বাংলাদেশের জল সীমানায় ঢুকে পড়ার অভিযোগে বাংলাদেশ নৌ সেনার হাতে গ্রেফতার হয়েছিল বলেই পুলিশ সূত্রে খবর । তারপর থেকেই বাংলাদেশের জেলে আটক ছিল মৃত ব্যক্তি।
হঠাৎ পরিবারের কাছে খবর আছে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বাবুলের। এই খবর আসার পরেই কার্যত শোকের ছায়া নেমেছে গোটা পরিবারে । পরিবার সূত্রে খবর পরিবারের হাল ধরতে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল বাবুল। বাবুল ছিল মুখ ও বধির। পরিবারের অভিযোগ তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
মৃত ব্যক্তির পরিবারের সাথে ইতিমধ্যেই দেখা করেছেন সুন্দরবন শ্রমজীবী মৎস্য ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র। তিনি জানান যত শীঘ্রই সম্ভব তার দেহ যাতে ঘরে ফিরিয়ে আনা যায় তার ব্যবস্থা করা হচ্ছে।
