নিয়োগ দুর্নীতি মামলায় এসএসসির ২০১৬ সালের আস্ত প্যানেল আগেই বাতিল করার নির্দেশ দিয়েছিল সুপ্রিমকোর্ট। এবার ওই মামলায় আদালত স্পষ্ট করে জানিয়ে দিল, “যারা ব়্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছেন তাঁরা পরীক্ষায় বসার সুযোগ পাবেন না। তাঁদের অযোগ্য হিসেবেই গণ্য করা হবে।” বুধবার এই নির্দেশ দিয়েছেন বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চের নির্দেশ।

অযোগ্যদের পাশাপশি অনেক যোগ্য শিক্ষকেরও চাকরি বাতিল হয়েছে। পরে রাজ্যের আবেদন মেনে সুপ্রিমকোর্ট জানিয়েছিল, নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত চাকরিহারা শিক্ষকরা কাজ চালিয়ে যেতে পারবেন। এ ব্যাপারে চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশও দিয়েছিল আদালত।

ওই মামলার শুনানিতেই এদিন আদালত স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, ব়্যাঙ্ক জাম্প করে যারা চাকরি পেয়েছেন তাঁরা নিয়োগের ওই পরীক্ষায় অংশ নিতে পারবেন না। অর্থাৎ তাঁদেরও অযোগ্য হিসেবে বিবেচনা করা হবে। শীর্ষ আদালতের এহেন নির্দেশের জেরে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে চাকরিহারাদের মধ্যে। এখন দেখার এ বিষয়ে তাঁরা কী পদক্ষেপ করেন অর্থাৎ রায়কে চ্যালেঞ্জ করে পুনরায় মামলা দায়ের করেন কিনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × three =