মহুয়া মৈত্রের আবেদনে সাড়া সুপ্রিম কোর্টের ?

বিহারে ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে নির্বাচন কমিশনের নির্দেশের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। অবিলম্বে ওই নির্দেশ বাতিলের আবেদন জানিয়েছিলেন তিনি। একইরকম নির্দেশ যাতে বাংলা বা অন্য কোনও রাজ্যের ক্ষেত্রে না দেওয়া হয়, সেই আবেদনও করা হয়। এই নিয়মের বিরোধিতা করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। নির্বাচন কমিশনের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে একাধিক মামলা হয়েছে। শনিবার মামলা করেছে ‘অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস’। অন্য কোনও রাজ্যে যাতে এই ধরণের নির্দেশ না দেওয়া হয়, সেই ব্যবস্থা করতেও আর্জি জানিয়েছিলেন কৃষ্ণনগরের সাংসদ। মহুয়া আদালতে মামলার এই নথি সমাজমাধ্যমে পোস্ট করে লিখেছিলেন, নির্বাচন কমিশনের এসআইআর-এর নির্দেশ চ্যালেঞ্জ করে এইমাত্র সুপ্রিম কোর্টে একটা মামলা করলাম। বাংলা-সহ অন্যান্য রাজ্যে যাতে এই পদক্ষেপ না করা হয়, তার জন্য স্থগিতাদেশও চেয়েছি।

অবশেষে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের বিরুদ্ধে করা মহুয়া মৈত্রর WRIT পিটিশন গ্রাহ্য করেছে আদালত। সোমবার নিজের সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করে মহুয়া মৈত্র জানান, আজ মাননীয় সর্বোচ্চ আদালত ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের বিরুদ্ধে করা আমার WRIT পিটিশন কে গ্রাহ্য করেছেন এবং ভারতীয় নির্বাচন কমিশনকে নোটিশ জারি করেছে। এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী বৃহস্পতিবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

14 + eighteen =