পানাগড় কাণ্ডের উপযুক্ত তদন্ত চেয়ে এবার উচ্চ আদালতের দ্বারস্থ ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্ণধার এবং নৃত্যশিল্পী সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের পরিবার। এদিন কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করে সুতন্দ্রার মা এই ঘটনায় ইচ্ছাকৃতভাবে খুনের অভিযোগ তুলেছেন।
পরিবারের অভিযোগ, ইভ-টিজিংয়ের শিকার হয়েছেন সুতন্দ্রা। এইসব অভিযোগ সামনে এনে তিনি বিচারপতি তীর্থঙ্কর ঘোষের দৃষ্টি আকর্ষণ করেছেন। পাশাপাশি এই ঘটনার মামলা দায়েরের অনুমতি চেয়েছেন মহামান্য আদালতের কাছে।