শীত বিদায়ের সময় প্রায় ঘনিয়ে এসেছে।‌ এরই মাঝে আবহাওয়ার রদবদল লক্ষ্য করা যাচ্ছে। দক্ষিণের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। ‌আবহাওয়ার আবারও বিরাট পরিবর্তন হওয়ার সম্ভাবনা। তবে পুরুলিয়াতে বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানা গিয়েছে। জেলার বিভিন্ন প্রান্তের আবহাওয়ার পরিবর্তন হচ্ছে। ‌তাপমাত্রার পারদ ফের নিম্নমুখী জেলায়। অন্যান্য জেলায় শীতের দাপট ধীরে ধীরে কমছে ।

রবিবার পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ১০ ডিগ্রি সেলসিয়াস বলে জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে। আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে পরিবর্তন হচ্ছে তাপমাত্রার। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় জেলায়।আবহাওয়া অফিস সূত্রে খবর হালকা বৃষ্টি হতে পারে কয়েকটি জায়গায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × one =