দুর্গাপুরে ওড়িশার ডাক্তারি ছাত্রীকে ‘গণধর্ষণের’ ঘটনায় দুর্গাপুর পুরনিগমের অস্থায়ী এক কর্মীকেও গ্রেফতার করল পুলিশ। ধৃতের সংখ্যা বেড়ে হল চার জন। রবিবার তিন জনকে আদালতে হাজির করানো হয়েছিল। রাতে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়। সূত্রের খবর, তিনি দুর্গাপুুর পুরনিগমের সঙ্গে যুক্ত। সোমবার তাঁকে দুর্গাপুর মহকুমা আদালতে হাজির করানো হবে। এখনও পর্যন্ত এক অভিযুক্তের খোঁজ মেলেনি। পুলিশ তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে।
পুলিশ সূত্রে খবর, তদন্তের পাশাপাশি নিরাপত্তার স্বার্থেও ওই যুবককে আটক রাখা হয়েছে। অভিযোগপত্রে মোট পাঁচ জনের নাম লিখেছিলেন তরুণী। তাঁদের মধ্যে চার জন ধরা পড়েছেন।
দুর্গাপুরে একটি বেসরকারি মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী অভিযোগকারী তরুণী। বর্তমানে তিনি হাসপাতালে আছেন। ওড়িশা থেকে চলে এসেছেন তাঁর বাবা-মাও। ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তরুণীর বাবা রবিবার জানান, পশ্চিমবঙ্গে তিনি সুরক্ষিত বোধ করছেন না। কন্যাকে নিয়ে ওড়িশায় চলে যেতে চান। ইতিমধ্যে গোটা ঘটনা নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে।