স্বাধীনতা দিবসের সকালে ভয়াবহ বাস দুর্ঘটনা পূর্ব বর্ধমানে। মৃত ১০, আহত ৩৫

স্বাধীনতা দিবসের দিন সকালে পূর্ব বর্ধমানে ভয়াবহ বাস দুর্ঘটনা। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে দুর্গাপুরের দিকে যাবার পথে একটি বেসরকারি যাত্রীবাহী বাস একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে। পূর্ব বর্ধমানের ১৯ নম্বর জাতীয় সড়কের নলা ফেরিঘাট এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে জানা গেছে, ৪৫ জনকে উদ্ধার করে বর্ধমান মেডিকেলে নিয়ে আসা হয়েছে।স্থানীয়রা জানিয়েছে, ১৯ নম্বর জাতীয় সড়কের সামনে একটি ট্রাক দাঁড়িয়েছিল। ঠিক সেইসময় কলকাতার দিক থেকে একটি যাত্রী বোঝাই বাস, নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে এই ট্রাকটির পিছনে ধাক্কা মারে। ঘটনায় ইতিমধ্যেই ১০ জনের মৃত্যু হয়েছে। ৩৫ জন আহত হয়েছে। তাঁদের উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজের কাছে নিয়ে যাওয়া হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জি জানান, ভলবো বাসের সাথে একটি ট্রাকের অ্যাক্সিডেন্ট হয়েছে। খুবই দুঃখজনক ঘটনা। যারা আহত ছিল তাদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি, চিকিৎসা চলছে।

স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, যাত্রীরা সকলেই বিহারের বাসিন্দা। গঙ্গাসাগরের স্নান সেরে ফিরছিলেন তারা। একটা ট্রাক হাইওয়ের উপরে দাঁড়িয়েছিল। কাজ মিটিয়ে সে বেরিয়ে যাওয়ার জন্য যখন তৈরি হচ্ছে, ঠিক সেই মুহূর্তেই একটি যাত্রী বোঝাই বাস এসে সজোরে পিছনে আঘাত করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × two =