সিউড়িতে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বাস চালকের।ভাগলপুর থেকে একটি প্যাসেঞ্জার বোঝাই বাস কলকাতার বাবু ঘাটের উদ্দেশে যাচ্চিলো সেই সময় সিউড়ী লম্বদর পুর মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়ির মধ্যে ঢুকে পড়ে, ওই বাসটিতে মোট ৫০ জনের মত যাত্রী ছিল তাদের মধ্যে মোট ১৪ মত আহত হয়েছে তাদেরকে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করানো হয়, এই দুর্ঘটনায় নিহত বাস চালক ঘটনাস্থলে মারা যান। উপস্থিত হয়েছে সিউড়ি থানার পুলিশ এবং দমকল বিভাগ এই দুর্ঘটনায় বাড়ির মধ্যে থাকা এক বয়স্ক লোকো সিউড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন ঘটনাটি ঘটেছে সিউড়ি খটঙ্গা রাস্তায় লম্বাধরপুর মোরের কাছে রাত্রি ১টা নাগাদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 + eleven =