পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া অঞ্চলে ভয়াবহ জঙ্গি হামলা। সূত্রের খবর গতকাল সন্ধেয় বিস্ফোরক বোঝাই দুটি গাড়ি নিয়ে সেনার ক্যাম্পে ঢোকে দুই আত্মঘাতী জঙ্গি। এই ঘটনায় কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে,আহত আরও ৩০ জন বলে জানাগিয়েছে। সূত্রের খবর মৃতদের মধ্যে ৪ শিশুও রয়েছে। সেনার পালটা জবাবে ৪ জঙ্গির মৃত্যু হয়েছে বলে খবর মিলেছে। জঙ্গি সংগঠন এই হামলার দায় স্বীকার করেছে বলে জানা গিয়েছে।

জঙ্গিদের খোঁজে গোটা এলাকা ঘিরে সেনাবাহিনী তল্লাশি অভিযান শুরু করেছে। আফগানিস্তান সীমান্তবর্তী এই বন্নু জেলায় প্রায়ই জঙ্গি হামলার ঘটনা ঘটে থাকে। এই ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। তবে হামলার পর থেকে এখনও পর্যন্ত পাক সেনার তরফে কোনও অফিসিয়াল বিবৃতি আসেনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × two =