সপ্তাহান্তে উত্তরবঙ্গকে জোড়া উপহার মুখ্যমন্ত্রীর ?

উত্তরবঙ্গবাসীর সুখবর। একই সঙ্গে জোড়া উপহার নিয়ে শুক্রবার শিলিগুড়ি যাচ্ছেন মুখ্যমন্ত্রী। একদিকে যেমন তিনি মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন, অন্যদিকে তেমনই মিটতে চলেছে উত্তরবঙ্গবাসীর দীর্ঘদিনের দাবি। উদ্বোধন হতে চলেছে কলকাতা হাই কোর্টের সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনেরও। সূত্রের খবর সেই উদ্বোধনী অনুষ্ঠানে আবার উপস্থিত থাকবেন দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত।

শুক্রবার মহাকাল মন্দিরের শিলান্যাস। একদিন পরই মেগা চমক। শনিবার মুখ্যমন্ত্রী উদ্বোধন করবেন কলকাতা হাই কোর্টের সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের। উত্তরবঙ্গবাসীর দীর্ঘদিনের দাবি মেনে রাজ্য সরকারের একান্ত সহযোগিতায় জলপাইগুড়িতে ওই সার্কিট বেঞ্চের স্থায়ী ভবন তৈরি হয়েছে। শনিবার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত-সহ দেশের অন্তত ছ’টি হাই কোর্টের প্রধান বিচারপতিরা। শুধু তাই নয়, উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্য এবং দেশের একাধিক অতিথি। গত ২০১৯ সালে জলপাইগুড়িতে কলকাতা হাই কোর্টের সার্কিট বেঞ্চে চালু হয়। দীর্ঘদিন স্টেশন রোডে অস্থায়ী ভবনে বিচার প্রক্রিয়া চলছিল। স্থানীয় ভবনের কাজ শুরু হয় জলপাইগুড়ি শহর সংলগ্ন পাহাড়পুরে। প্রায় চল্লিশ একর জমির উপর তৈরি হয় এই স্থায়ী ভবন। এবার সেটাই উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। সব মিলিয়ে বছরের শুরুতেই উত্তরবঙ্গবাসীকে জোড়া উপহার দিচ্ছেন মুখ্যমন্ত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen + nineteen =