আগামী বছরে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরালা, অসম-সহ একাধিক রাজ্যে বিধানসভা ভোট। SIR আবহে এই রাজ্যগুলিতে বাড়তি নজর দিতে হবে বলে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। শনিবারের ওয়ার্কিং কমিটির বৈঠকে ছিলেন সাংসদ শশী থারুরও। পাশাপাশি জি রাম জি আইনের বিরোধিতায় ৫ জানুয়ারি থেকে দেশ জুড়ে আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস।
বিহার বিধানসভা নির্বাচনে ভরাডুবির পরে প্রথম ওয়ার্কিং কমিটির বৈঠকে বসলেন কংগ্রেস সাংসদরা। মূলত জি রাম জি আইন কী ভাবে মোকাবিলা করা হবে, সেই নিয়েই আলোচনা হয় বৈঠকে। পাশাপাশি যে সব রাজ্যে বিধানসভা ভোট আসন্ন, সেখানকার নির্বাচনী কৌশলও চূড়ান্ত হয় সভায়।
‘জি রাম জি’ আইনের বিরুদ্ধে কী ভাবে জনমত গড়ে তোলা হবে, সেই কৌশলও ঠিক হয় এ দিনের ওয়ার্কিং কমিটির বৈঠকে। কংগ্রেস সূত্রে খবর, দলের কর্মী-সমর্থকদের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আগামী ৫ জানুয়ারি থেকে দেশ জুড়ে আন্দোলনে নামার বার্তা দিয়েছেন খাড়্গে।
