পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলা নিয়ে বড়ো সিদ্ধান্ত আদালতের।

বারবার পিছিয়ে যাচ্ছে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার শুনানি। এবার ব্যক্তিগত কারণ দেখিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলা থেকে অব্যাহতি নিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী। নিয়োগ দুর্নীতি মামলায় এখন জেলে বন্দি রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। ইডির মামলায় জামিন পেলেও এখনও সিবিআইয়ের মামলায় জামিন পাননি তিনি। সেই মামলায় জামিনের আর্জি নিয়েই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন পার্থ। মামলা ওঠে বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি সূর্য কান্তের ডিভিশন বেঞ্চে। সেই মামলা থেকেই ব্যক্তিগত কারণ দেখিয়ে নিজেকে সরিয়ে নিলেন বিচারপতি বাগচী।

বৃহস্পতিবার এই মামলার শুনানি হওয়ার কথা থাকলেও আপাতত তা পিছিয়ে গেল। প্রধান বিচারপতি এই মামলা শোনার জন্য নতুন বেঞ্চ গঠন করবেন। সেই বেঞ্চেই পার্থর জামিন মামলার শুনানি হবে। বারবারই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আদালতে দাঁড়িয়ে দাবি করেছে, পার্থ চট্টোপাধ্যায় প্রাক্তন মন্ত্রী। তিনি প্রভাবশালী ব্যক্তি। তাঁকে জামিন দিলে তদন্ত প্রভাবিত হতে পারে। আর সেই যুক্তিতে খারিজ হয়ে গিয়েছে জামিন। তবে বৃহস্পতিবার বিচারপতি অব্যাহতি নেওয়ায় সুপ্রিম কোর্টে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার কোনও নিষ্পত্তি হল না। তার ফলে আপাতত জেলেই থাকতে হবে রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × 4 =