প্রয়াত ‘কাঁটা লাগা গার্ল ‘ শেফালি ! আকস্মিক মৃত্যুতে ঘনাচ্ছে রহস্য?

শুক্রবার গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী শেফালি জরিওয়ালা। বয়স হয়েছিল মাত্র ৪২ বছর। ‘কাঁটা লাগা’ গানে ঝড় তোলা এই অভিনেত্রীর মৃত্যুতে স্তব্ধ তার ভক্তমহল ও গোটা বলিউড ইন্ডাস্ট্রি।শুক্রবার হঠাৎই অসুস্থ হয়ে পড়ার পর তাঁর স্বামী পরাগ ত্যাগি অভিনেত্রীকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে। এবার অভিনেত্রীর মৃত্যু ঘিরে ঘনাচ্ছে রহস্য।যদিও রিপোর্ট বলছে অভিনেত্রীর মৃত্যু হৃদরোগের ফলেই হয়েছে। কিন্তু মুম্বই পুলিশের কাছে অভিনেত্রীর মৃত্যু ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা।

শেফালির মুম্বইয়ের আবাসনের নিরাপত্তারক্ষী জানিয়েছেন ,রাত ১০:৩০ নাগাদ শেফালিকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার কিছুক্ষণ আগে রাত ৯টার দিকে তার স্বামী পরাগ ত্যাগী মোটরবাইকে করে বাড়িতে আসেন। শত্রুঘ্ন বলেন, ‘গেটটা আমি-ই খুলেছিলাম।’ তিনি আরও জানান, ‘মাত্র দু’দিন আগেই সন্ধ্যেবেলা শেফালি ম্যাডাম ও পরাগ স্যরের সঙ্গে তাদের পোষা কুকুরটিকে নিয়ে কম্পাউন্ডে হাঁটতে দেখেছি।’শেফালিকে বেলভিউ মাল্টিস্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে তার দেহ কুপার হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।রাতেই ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ ও ফরেনসিক টিম।

শেফালির মৃত্যুর খবর চাউর হতেই শুক্রবার রাত থেকেই শোকবিহ্বল তাঁর ভক্তরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × 2 =