সম্প্রতি ডায়মন্ড হারবারের ১৪ নং ওয়ার্ডে একটি অফিস খোলা হয়। জেলার বিভিন্ন প্রান্তের মানুষকে ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ। ভুয়ো সিবিআই, ইডি, সিআইডি, ভিজিল্যান্স, নার্কোটিক্স অফিসার সেজে প্রতারণার অভিযোগ। চক্রের মূল কারবার দক্ষিণ দিনাজপুরে, সম্প্রতি ডায়মন্ড হারবারে জাল। পুলিশ সূত্রে খবর, মূল মাথা কলকাতার লেক থানা এলাকার বাসিন্দা ফাল্গুনী চট্টোপাধ্যায়। স্থানীয়ভাবে কেউ সহযোগিতা করেছে কিনা, খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, রীতিমতো অফিস খুলে প্রতারণা, লোগো, ব্যাজ, পরিচয়পত্র তৈরির অভিযোগ। পাশাপাশি পুলিশ সূত্রে দাবি করা হয়েছে, সরকারি লোগোও নকল করা হত !