৫ বছর লড়লাম! খড়্গের গলায় মুখ্যমন্ত্রী না হওয়ার বেদনা ?

কর্নাটকে মুখ্যমন্ত্রী পদ নিয়ে ডামাডোলের মাঝেই এবার খড়্গের গলায় বেদনার সুর। ৫ বছরে অক্লান্ত পরিশ্রম ও লড়াইয়ের পরও তাঁকে মুখ্যমন্ত্রী না করায় হাইকমান্ডের সিদ্ধান্তের বিরুদ্ধে অতীতের ক্ষোভ প্রকাশ্যে আনলেন খোদ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। সম্প্রতি বেঙ্গালুরুর বিজয়পুরে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নিজের অতীত রাজনৈতিক জীবনের ক্ষোভ, দুঃখ, হতাশা ফুটে উঠল খাড়গের গলায়।

বেলিমঠ মহাসংস্থার প্রধানকে সম্বোধন করে খড়্গে বলেন, সেই অতীত থেকে তিনি অনেক কিছু শিখেছেন। খড়্গের কথায়, স্বামীজি আমি পাঁচ বছর কঠোর পরিশ্রম করেছিলাম। অথচ আমার সেই পরিশ্রম বৃথা গেল। এরপরই আমি বিশ্বাস করি, কর্ম করে যাও, ফলের প্রত্যাশা করো না। আপনার মনে কোনও লোভ থাকা উচিৎ নয়। কারণ আপনি যদি লোভ করেন, তবে যা আপনি চাইছেন তা কখনই পাবেন না। এরপর নিজের বর্ণময় রাজনৈতিক কেরিয়ারের কথা উল্লেখ করে খাড়গে বলেন, আমি কখনই আমার রাজনৈতিক জীবনে ক্ষমতার পিছনে দৌড়ইনি। শুধু কর্তব্য পালন করেছি। তাই ক্ষমতা আমার কাছে নিজে থেকেই এসেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

sixteen − one =