”দল পাশে নেই”, জনবাক্স নিয়ে জনতার কাছে পার্থ চট্টোপাধ্যায়!

তিন বছর সড়ে তিন মাসের দীর্ঘ কারাবাস শেষ করে জামিনে মুক্ত হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী ও তৃণমূলের একদা মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। মুক্তি পেয়ে তিনি ফিরে এসেছেন নিজের পুরনো রাজনৈতিক কেন্দ্র বেহালা পশ্চিমে। কিন্তু এই ফিরে আসা অনেকটাই নিঃসঙ্গ। দল তাঁর পাশে দাঁড়ায়নি। তাই এবার পার্থ চট্টোপাধ্যায়ের লক্ষ্য সরাসরি মানুষের আদালতে নিজের গ্রহণযোগ্যতার পরীক্ষা দেওয়া।

বেহালা পশ্চিমের যে পার্টি অফিস এক সময় পার্থর রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্র ছিল, তাঁর গ্রেফতারের পর সেটি তালাবন্ধ হয়ে পড়েছিল। অস্থায়ী ঘরটি পর্যন্ত ভেঙে ফেলা হয়। সেই পরিত্যক্ত অফিসের সামনেই এখন নতুন সাজে শুরু হচ্ছে পার্থর জনসংযোগ। তৈরি হয়েছে একটি ‘জনবাক্স’, যেখানে কেন্দ্রের ভোটাররা জনমত, অভিযোগ ও পরামর্শ জানাতে পারবেন।

ইতিমধ্যেই তাঁর অনুগামীরা এলাকায় লিফলেট বিলি শুরু করেছেন। সেখানে পার্থর স্পষ্ট বক্তব্য, আমি কার কাছ থেকে চাকরির বদলে টাকা নিয়েছি? প্রমাণ নিয়ে আসুন। কেউ যদি আমার নামে টাকা নিয়ে থাকে, তাও জানান। ব্যবস্থা নেব আমি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four − 1 =