সকাল থেকেই কুয়াশাচ্ছন্ন রাজ্য। কুয়াশার জন্য নদিয়ার তাহেরপুরে নামতে পারল না নরেন্দ্র মোদির কপ্টার। ফলে সিদ্ধান্ত নেওয়া হল দমদম বিমানবন্দরে কপ্টারটি ফিরিয়ে আনার। এরপর হয়ত সড়কপথে নদিয়া যাবেন প্রধানমন্ত্রী। তাই সভার সময়সূচিতে পরিবর্তন ঘটবেই। এখনও পর্যন্ত বিমানবন্দরেই আছে মোদির কপ্টার। সূত্রের খবর সড়কপথে তাহেরপুর যাওয়ার চেষ্টা করবেন প্রধানমন্ত্রী।
Home রাজনীতি
