শুরু হল উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টার, পরীক্ষার্থী ৬.৬০ লক্ষ!

আজ রাজ্যের সর্বত্র কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে শুরু হল উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা। একদিকে পরীক্ষা কেন্দ্রের বাইরে পুলিশি নিরাপত্তা, অন্যদিকে পরীক্ষাকেন্দ্রে কড়া নজরদারিতে পরীক্ষা দিতে প্রবেশ করেন তৃতীয় সেমিস্টারের পরীক্ষার্থীরা। তৃতীয় সেমিস্টারে এবছর পরীক্ষার্থীর সংখ্যা ৬ লক্ষ ৬০ হাজার। সোমবার থেকে শুরু হওয়া এই পরীক্ষা চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। সেমিস্টার ব্যবস্থায় মূলত MCQ প্রশ্নের উত্তর দেবেন পরীক্ষার্থীরা। উত্তর দিতে হবে ওএমআর শিটে।

গত বছরের তুলনায় ১ লক্ষ ৫০ হাজার পরীক্ষার্থী বেড়েছে। এবছর ছাত্রদের থেকে ছাত্রীদের সংখ্যা প্রায় ৭৯ হাজার ৫৮২ জন বেশি। প্রতিদিন বেলা ১০ টা থেকে বেলা ১১টা ১৫ পর্যন্ত অর্থাৎ মোট ১ ঘণ্টা ১৫ মিনিটে পরীক্ষা সম্পূর্ণ হবে। অন্য বছরের মতো এবছরও বাংলা ইংরেজি হিন্দি ও অলচিকি এই চার ভাষায় প্রশ্নপত্র হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × 3 =