আজ মহানবমী। আবহাওয়া দফতরের পূর্বাভাস, নবমী থেকে শুরু হবে হালকা মাঝারি বৃষ্টি। দশমী ও একাদশীতে গভীর নিম্নচাপের বৃষ্টিতে ভাসতে পারে কলকাতা-সহ প্রায় গোটা দক্ষিণবঙ্গ। নবমী থেকে শুরু হতে পারে বৃষ্টি। যা দশমীতে বাড়তে পারে। আন্দামান সাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত, নবমীতেই পরিণত হতে পারে গভীর নিম্নচাপে। যার জেরে বুধবার অর্থাৎ নবমীর রাত থেকে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার অর্থাৎ দশমীতে ভারী বৃষ্টিপাত হতে পারে নদীয়া, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হুগলি, কলকাতা, পূর্ব বর্ধমান জেলার এক বা দুটি স্থানে ভারী বৃষ্টিপাত হতে পারে। সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। শুক্রবার অর্থাৎ একাদশী পর্যন্ত বৃষ্টি চলবে কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরে। দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও। শনিবার অর্থাৎ দ্বাদশীর দিন থেকে ধীরে ধীরে আকাশ পরিষ্কার হতে শুরু করবে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাস।