দু’বছর ব্যাপী গাজার যুদ্ধ থামাতে ২০ দফা প্রস্তাব পেশ করলেন ডোনাল্ড ট্রাম্প। ‘বন্ধু’র সেই পদক্ষেপকে ইতিমধ্যেই স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার গাজার যুদ্ধ থামানো নিয়ে ট্রাম্পের সঙ্গে বিশেষ বৈঠকে বসেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তারপরেই হোয়াইট হাউসের তরফ থেকে ২০ দফা পরিকল্পনা প্রকাশ করা হয়। অবিলম্বে সংঘর্ষবিরতি থেকে শুরু করে গাজায় নতুন সরকার গঠন-একাধিক প্রস্তাব পেশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
বন্ধু ট্রাম্পের প্রস্তাবের ভূয়সী প্রশংসা করেছেন নরেন্দ্র মোদি। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘গাজার সংঘাত মেটাতে ট্রাম্পের পরিকল্পনাকে স্বাগত জানাই। দীর্ঘমেয়াদি শান্তি ফিরিয়ে ইজরায়য়েল এবং প্যালেস্টাইনের মানুষের উন্নতি করবে এই পরিকল্পনা।’ গোটা বিশ্ব ট্রাম্পের এই পরিকল্পনা মেনে নেবে বলে আশাবাদী তিনি। তবে হামাসের তরফে বলা হয়, তারা কোনও প্রস্তাব পায়নি।